হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) এজেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। এ ছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান ও উপব্যবস্থাপনা পরিচালক আবেদ আহাম্মদ খান। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, এআইবিএল টাওয়ার সভাকক্ষে আয়োজিত কনফারেন্সে বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম ও মো. আবদুল্লাহ আল মামুন। এ সময় ব্যাংকের শীর্ষ নির্বাহীরা, জোনাল হেড এবং ৬৪৩টি আউটলেটের এজেন্ট অপারেশন ম্যানেজার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নেন। 

প্রধান অতিথির বক্তব্যে ফরমান আর চৌধুরী বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত ও আর্থিক সেবাপ্রত্যাশী জনসাধারণকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসতে আমরা ২০১৫ সালে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করি। এ বছরের আগস্ট পর্যন্ত এজেন্ট আউটলেটে মোট অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৪৭ হাজার ৮৭২, ডিপোজিটের পরিমাণ ৩ হাজার ৪০৭ কোটি টাকা এবং রেমিট্যান্স এসেছে ১ হাজার ১২০ কোটি টাকা।’ দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধিতে এজেন্ট ব্যাংকিং সেবা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর