হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

মাস্টারকার্ড থেকে ৪ পুরস্কার পেল ব্র্যাক ব্যাংক

মাস্টারকার্ড থেকে ৪ পুরস্কার পেল ব্র্যাক ব্যাংক। ছবি: সংগৃহীত

মাস্টারকার্ড থেকে চলতি বছর চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক। গত ১৬ নভেম্বর ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘মাস্টারকার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪-লিডিং বাই রেজিলিয়েন্স’ শীর্ষক অনুষ্ঠানে এসব পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।

ব্র্যাক ব্যাংকের পাওয়া পুরস্কারগুলো হলো ক্রেডিট বিজনেস (ডোমেস্টিক), ক্রেডিট বিজনেস (ইন্টারন্যাশনাল), কন্ট্যাক্টলেস ইস্যুয়িং ও কন্ট্যাক্টলেস পিওএস অ্যাকুয়্যারিং। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, সৈয়দ মোহাম্মদ কামাল। এ ছাড়া ব্যাংক, ফিনটেক, মার্চেন্ট এবং বিভিন্ন শিল্পখাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরাও এ অনুষ্ঠানে অংশ নেন।

পুরস্কার অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, সেলিম আর এফ হোসেন বলেন, মাস্টারকার্ড থেকে টানা কয়েক বছর এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন, সমগ্র ইন্ডাস্ট্রিতে কার্ড ইস্যু ও অ্যাকুয়্যারিং ব্যবসায় আমাদের দক্ষতা এবং ব্যবসায়িক ক্ষেত্রে নতুন উদ্ভাবনের প্রতি আমাদের একাগ্রতারই প্রতিফলন।

সেলিম আর এফ হোসেন তিনি আরও বলেন, আমাদের আকর্ষণীয় কার্ড অফার এবং সুবিস্তৃত অ্যাকুয়্যারিং, গ্রাহকদের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে, যা আমাদের মার্কেট শেয়ার আরও জোরদার করছে। আমরা গ্রাহকদের চাহিদা পূরণ এবং ব্যবসায়িক ধারা বজায় রাখতে নতুন উদ্ভাবনী সেবা দিতে থাকব। আমাদের পণ্যের প্রতি বিশ্বাস রাখার জন্য এবং আমাদের সেবাদানের সুযোগ করে দেওয়ার জন্য আমরা গ্রাহকদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন