হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

লংকাবাংলা ফাইন্যান্সের যশোর শাখার বিমা সুবিধার চেক হস্তান্তর

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির যশোর শাখার পক্ষ থেকে বিমা সুবিধার একটি চেক গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ব্যাংকের যশোর শাখা এক অনুষ্ঠানের আয়োজন করে।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির যশোর শাখা গতকাল মঙ্গলবার একটি চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনের উদ্দেশ্য ছিল, লংকাবাংলা ফাইন্যান্সের স্বস্তি ডিপোজিট স্কিমের আওতায় ডিপিএসের ম্যাচিউরড পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি পূরণ করা।

সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্সের গ্রাহক প্রয়াত এস এম নিয়ামত আলী, স্বস্তি ডিপোজিট স্কিমের আওতায় একটি অ্যাকাউন্ট খুলেছিলেন। যেখানে স্কিমটি ম্যাচিউরিটির জন্য ডিপিএসের মোট ৬০টি মাসিক কিস্তির মধ্যে ২৭টি কিস্তি তিনি সম্পন্ন করেন। এরপর দুর্ভাগ্যবশত তিনি স্ট্রোকে মৃত্যুবরণ করেন। ডিপিএস কভারেজের প্রতিশ্রুতির অংশ হিসেবে লংকাবাংলা ফাইন্যান্স তাঁর স্ত্রী ও নমিনি সেলিনা পারভিনের কাছে সম্পূর্ণ ম্যাচিউরড পরিমাণ অর্থের চেক হস্তান্তর করে।

চেকটি আনুষ্ঠানিকভাবে সেলিনা পারভিনের হাতে তুলে দেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির এসইভিপি ও রিটেইল বিজনেস প্রধান খুরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন এমইউসি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস (সিআইপি) ও যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।

উল্লেখ্য, অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির এসএভিপি ও রিটেইল লায়াবিলিটি প্রধান খন্দকার জাকারিয়া, যশোর শাখাপ্রধান ও সিনিয়র ম্যানেজার মো. আল আমিন, যশোর মহিলা চেম্বার অব কমার্সের সভাপতি তনুজা রহমান মায়া এবং যশোর মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়েদা বানু শিল্পী।

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর