হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

লংকাবাংলা ফাইন্যান্সের যশোর শাখার বিমা সুবিধার চেক হস্তান্তর

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির যশোর শাখার পক্ষ থেকে বিমা সুবিধার একটি চেক গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ব্যাংকের যশোর শাখা এক অনুষ্ঠানের আয়োজন করে।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির যশোর শাখা গতকাল মঙ্গলবার একটি চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনের উদ্দেশ্য ছিল, লংকাবাংলা ফাইন্যান্সের স্বস্তি ডিপোজিট স্কিমের আওতায় ডিপিএসের ম্যাচিউরড পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি পূরণ করা।

সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্সের গ্রাহক প্রয়াত এস এম নিয়ামত আলী, স্বস্তি ডিপোজিট স্কিমের আওতায় একটি অ্যাকাউন্ট খুলেছিলেন। যেখানে স্কিমটি ম্যাচিউরিটির জন্য ডিপিএসের মোট ৬০টি মাসিক কিস্তির মধ্যে ২৭টি কিস্তি তিনি সম্পন্ন করেন। এরপর দুর্ভাগ্যবশত তিনি স্ট্রোকে মৃত্যুবরণ করেন। ডিপিএস কভারেজের প্রতিশ্রুতির অংশ হিসেবে লংকাবাংলা ফাইন্যান্স তাঁর স্ত্রী ও নমিনি সেলিনা পারভিনের কাছে সম্পূর্ণ ম্যাচিউরড পরিমাণ অর্থের চেক হস্তান্তর করে।

চেকটি আনুষ্ঠানিকভাবে সেলিনা পারভিনের হাতে তুলে দেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির এসইভিপি ও রিটেইল বিজনেস প্রধান খুরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন এমইউসি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস (সিআইপি) ও যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।

উল্লেখ্য, অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির এসএভিপি ও রিটেইল লায়াবিলিটি প্রধান খন্দকার জাকারিয়া, যশোর শাখাপ্রধান ও সিনিয়র ম্যানেজার মো. আল আমিন, যশোর মহিলা চেম্বার অব কমার্সের সভাপতি তনুজা রহমান মায়া এবং যশোর মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়েদা বানু শিল্পী।

আইডিআরএর প্রতিবেদন: নিয়ম ভেঙে বাকিতে ব্যবসা কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের

ব্যাংকের নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস বন্ধ

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত: নির্দেশনা না থাকায় অনিশ্চয়তা

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকের টাকা ফেরতে নতুন আশা দিলেন গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: কোটিপতি হিসাব বাড়ছেই

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

সম্মিলিত ইসলামী ব্যাংক উদ্বোধন বৃহস্পতিবার, তোলা যাবে ২ লাখ টাকা

দেশের সবচেয়ে বড় ইসলামি ব্যাংক পেল চূড়ান্ত অনুমোদন

আবারও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান হলেন তানজিল চৌধুরী

ব্যাংকিং খাতের খারাপ অবস্থার মূলে রাজনীতিকরণ: গভর্নর