হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধ নিয়ে চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্মশালা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির সহযোগিতায় ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে গতকাল শনিবার চুয়াডাঙ্গায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

বিএফআইইউয়ের পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুম প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বিএফআইইউর অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন ও শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) এম আখতার হোসেন, রিসোর্স পারসন হিসেবে বিএফআইইউয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইসমাইল প্রধান ও ফোরদৌস আরা উপস্থিত ছিলেন। 

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ। সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ডিক্যামেলকো মো. আসাদুল ইসলাম খান। এই অনুষ্ঠানে বিভিন্ন তফসিলি ব্যাংকে কর্মরত শাখা ব্যবস্থাপকসহ প্রমুখ অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএফআইইউর পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুম বলেন, ‘ব্যাংকিং ব্যবস্থা গতিশীল করার পাশাপাশি এই ব্যবস্থা যেন মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়নমুক্ত থাকে সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। পৃথিবীতে যতগুলো বড় বড় আর্থিক অপরাধ সংঘটিত হয়েছে, তার সূত্রপাত হয়েছে ছদ্মনামে বা নামে-বেনামে অথবা অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে হিসাব খোলার মাধ্যমে। তাই মানি লন্ডারিং প্রতিরোধ আইন মোতাবেক অবশ্যই গ্রাহকের কেওয়াইসি সম্পন্ন করতে হবে, গ্রাহকের পূর্ণাঙ্গ ও সঠিক পরিচিতিমূলক তথ্য সংরক্ষণপূর্বক হিসাব খুলতে হবে।’

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইডিআরএর প্রতিবেদন: নিয়ম ভেঙে বাকিতে ব্যবসা কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের

ব্যাংকের নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস বন্ধ

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত: নির্দেশনা না থাকায় অনিশ্চয়তা

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকের টাকা ফেরতে নতুন আশা দিলেন গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: কোটিপতি হিসাব বাড়ছেই

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা