হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ‘সাইবার সোর্স’ সেবা চালু

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ‘সাইবার সোর্স’ সেবা চালু। ছবি: সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সাইবার সোর্স নামে একটি ভিসা পেমেন্ট গেটওয়ে সলিউশন চালু করেছে। এর মাধ্যমে ব্যবসা ও বিক্রেতাদের জন্য উন্নত পেমেন্ট ম্যানেজমেন্ট নিশ্চিত করা হবে। ইউসিবির গ্রাহকদের বিভিন্ন প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে এই আধুনিক সলিউশনটি তৈরি করা হয়েছে। এটি সুরক্ষিত, কার্যকরী এবং বিস্তৃত পেমেন্ট প্রসেসিং সেবা দেবে।

ইউসিবি করপোরেট অফিসে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে ইউসিবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবং ভিসার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এই অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওও মো. আব্দুল্লাহ আল মামুন, ডিজিটাল ব্যাংকিং ও ট্রান্সফরমেশন বিভাগের প্রধান গোলাম ইয়াজদানিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘আমাদের গ্রাহকদের সর্বোত্তম সেবা দেওয়ার প্রতিশ্রুতি থেকে আমরা সাইবার সোর্স-ভিসা পেমেন্ট গেটওয়ে চালু করেছি। আমরা বিশ্বাস করি যে এই প্ল্যাটফর্মটি আমাদের সার্বিক কার্যক্ষমতা বৃদ্ধি করবে এবং ব্যবসায়িক সফলতায় সহায়ক ভূমিকা রাখবে।’ উদ্যোগটিকে ডিজিটাল অর্থনীতি ও ব্যবসা প্রসারে ইউসিবির কৌশলগত পদক্ষেপ হিসেবে তিনি অভিহিত করেন।

আইডিআরএর প্রতিবেদন: নিয়ম ভেঙে বাকিতে ব্যবসা কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের

ব্যাংকের নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস বন্ধ

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত: নির্দেশনা না থাকায় অনিশ্চয়তা

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকের টাকা ফেরতে নতুন আশা দিলেন গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: কোটিপতি হিসাব বাড়ছেই

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

সম্মিলিত ইসলামী ব্যাংক উদ্বোধন বৃহস্পতিবার, তোলা যাবে ২ লাখ টাকা

দেশের সবচেয়ে বড় ইসলামি ব্যাংক পেল চূড়ান্ত অনুমোদন

আবারও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান হলেন তানজিল চৌধুরী

ব্যাংকিং খাতের খারাপ অবস্থার মূলে রাজনীতিকরণ: গভর্নর