হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স ও গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড ও গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে স্বাস্থ্যসেবাকে সাশ্রয়ী ও সহজ করে তোলা সম্ভব হবে। 

গার্ডিয়ান লাইফের বিমা সেবা ও গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ারের চিকিৎসা সেবার দক্ষতাকে একত্রিত করে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে সমন্বিত বিমা সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম (এফসিএ), ডিজিটাল চ্যানেল ও এডিসির প্রধান ফসিহউল মোস্তফা, ডিজিটাল চ্যানেল ও এডিসির সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. তানিম বুলবুল, ডিজিটাল চ্যানেল ও এডিসির সহকারী ম্যানেজার আল আমিন এবং ডিজিটাল চ্যানেল ও এডিসির সহকারী ভাইস প্রেসিডেন্ট আসিফ উল ইসলাম। 

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আরমান সিদ্দিকী, প্রধান প্রযুক্তি কর্মকর্তা এম সোলাইমুন রাসেল, প্রধান বিপণন কর্মকর্তা ব্যারিস্টার আহমেদ রাকিব মালিক, আইন ও সম্মতি প্রধান তৌফিক আহমেদসহ বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারা। 

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা, শেখ রকিবুল করিম (এফসিএ) বলেন, ‘আমাদের এই উদ্যোগের উদ্দেশ্যই হলো দেশের স্বাস্থ্যসেবাকে সাশ্রয়ী ও সুরক্ষিত করা। আমরা দেশের সব মানুষকে সুরক্ষার ছায়াতলে নিয়ে আসতে বদ্ধ পরিকর।’ 

গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের প্রতিটি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। গার্ডিয়ান লাইফের সঙ্গে আমাদের এই যৌথ উদ্যোগ, স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করে সারা দেশব্যাপী বিমা সেবাকে শক্তিশালী করে তুলব।’ 

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ারের এই যৌথ প্রয়াস দেশের মানুষের জনগণের স্বাস্থ্যসেবাকে উন্নত এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইডিআরএর প্রতিবেদন: নিয়ম ভেঙে বাকিতে ব্যবসা কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের

ব্যাংকের নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস বন্ধ

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত: নির্দেশনা না থাকায় অনিশ্চয়তা

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকের টাকা ফেরতে নতুন আশা দিলেন গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: কোটিপতি হিসাব বাড়ছেই

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা