হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

দিনে ২ হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলকে নগদ

কোটি কোটি গ্রাহকদের আস্থা আর ভালোবাসার কারণে এক দিনে দুই হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলক পেরিয়েছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো এক দিনে সর্বোচ্চ লেনদেনের এই মাইলফলক অর্জন করে দেশের অন্যতম এই মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান।

গত বৃহস্পতিবার নগদের মাধ্যমে লেনদেন হয় ২ হাজার ৭০ কোটি টাকার বেশি। এর মধ্যে অধিকাংশ লেনদেন হয়েছে ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, সরকারি ভাতা বিতরণ, মোবাইল রিচার্জ এবং পেমেন্ট খাতে। এর বাইরেও গ্রাহকের বিভিন্ন ধরনের লেনদেন নিশ্চিত করে আসছে নগদ।

লেনদেনের নতুন এই মাইলফলক অর্জন বিষয়ে নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের কারণেই লেনদেনের এই মাইলফলক অর্জন করা সম্ভব হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্রতিষ্ঠান হিসেবে, বর্তমানে নগদ আরও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকের অর্থের অধিকতর নিশ্চয়তা দিয়ে এগিয়ে যাচ্ছে। প্রতিদিন গ্রাহকেরা নগদের মাধ্যমে তাদের সব ধরনের লেনদেনের প্রয়োজন মেটাতে পারছে নিশ্চিন্তে; যার ফলে নতুন নতুন গ্রাহক নগদের সঙ্গে যুক্ত হচ্ছে।’

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর