ব্যাংক এশিয়ার বিজনেস অফিসারদের জন্য আয়োজিত ৫৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্প্রতি শেষ হয়েছে। কোর্স সমাপনী শেষে অফিসারদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আরফান আলী প্রধান অতিথি হিসেবে কোর্সে অংশগ্রহণকারী ৪৯ জন কর্মকর্তাকে সার্টিফিকেট প্রদান করেন।
ব্যাংক এশিয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। রাজধানীর লালমাটিয়ায় ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে (বিএআইটিডি) সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএআইটিডি-এর প্রধান বি এম শহীদুল হক, ফিন্যান্সিয়াল ইনক্লুশান অ্যান্ড ফিন্যান্সিয়াল লিটারেসি (এফআইএফএল) বিভাগের প্রধান জাকির হোসেন ভূঁইয়া, লালমাটিয়া শাখা প্রধান কৃষ্ণা সাহা, ইসলামিক এজেন্ট ব্যাংকিংয়ের প্রধান এ কে এম রফিকুল ইসলাম সিকদার এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান জনাব মো. মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।