হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বারভিডার নতুন সভাপতি আবদুল হক, মহাসচিব রিয়াজ রহমান

আজকের পত্রিকা ডেস্ক­

আবদুল হক ও রিয়াজ রহমান। ছবি: সংগৃহীত

রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল হক। এ নিয়ে চতুর্থবারের মতো বারভিডার সভাপতি হলেন তিনি।

গত ২১ ডিসেম্বর ২০২৪-২৬ মেয়াদের জন্য বারভিডার কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আবদুল হকের নেতৃত্বাধীন গণতান্ত্রিক পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আবদুল হক সভাপতি নির্বাচিত হন।

কমিটির মহাসচিব হয়েছেন রিয়াজ রহমান। তিনি রিয়াজ মোটরসের স্বত্বাধিকারী। তিনজন সহসভাপতি হলেন মোহা. সাইফুল ইসলাম, হাবিবুর রহমান খান ও ফরিদ আহমেদ।

এ ছাড়া সৈয়দ জগলুল হোসেন যুগ্ম মহাসচিব, মো. সাইফুল আলম কোষাধ্যক্ষ, মো. হাফিজ আল আসাদ যুগ্ম কোষাধ্যক্ষ, জোবায়ের রহমান সাংগঠনিক সম্পাদক, মো. আবদুল আউয়াল প্রচার ও প্রকাশনা সম্পাদক, এস এম মনসুরুল কবির পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক এবং মো. গোলাম রাব্বানি সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন।

২৫ সদস্যের কমিটির অন্য কার্যনির্বাহী সদস্যরা হলেন এ বি সিদ্দিক, মোহাম্মদ আনিসুর রহমান, আখতার হোসেন মজুমদার, মোহাম্মদ কায়সার মোরশেদ, আহসানুর রহমান, পুনম শারমীন, জহির উদ্দিন মো. বাবর চৌধুরী, বেনজীর আহমেদ, মো. হুমায়ুন কবীর ভূঁইয়া, মজিবুর রহমান, মোহাম্মদ জহির ইকবাল, কে এম শফিউল্লাহ ও দিবাকর বড়ুয়া।

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইডিআরএর প্রতিবেদন: নিয়ম ভেঙে বাকিতে ব্যবসা কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের

ব্যাংকের নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস বন্ধ

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত: নির্দেশনা না থাকায় অনিশ্চয়তা