এনসিসি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন মো. মাহবুব আলম। এর আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে এনসিসি ব্যাংকের করপোরেট বিজনেস ইউনিটের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া ২০১৭ সালের জানুয়ারি মাসে তিনি এনসিসি ব্যাংক লিমিটেডে যোগদানের পর গুলশান শাখার ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।
মো. মাহবুব আলম ১৯৯৬ সালে উত্তরা ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং যমুনা ব্যাংক লিমিটেডে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। অত্র ব্যাংক সমূহে বৈদেশিক বাণিজ্য, ঋণ ব্যবস্থাপনা এবং সর্বোপরি শাখা ব্যাংকিং এ তাঁর সুদীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।
মো. মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন।