ব্যাংকিং বইয়ে সুদের হারের ঝুঁকি ও প্রভাব সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বাংলাদেশ মানি মার্কেট ডিলার অ্যাসোসিয়েশন আয়োজনে রাজধানীর এমটিভি টাওয়ারে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারটির উদ্বোধন করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। এ ছাড়া সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম অফসাইড সুপারভাইজার আমিনুর রহমান চৌধুরী।
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানীয়া, আব্দুস সামাদসহ অন্যান্য উপদেষ্টাগণ, বাংলাদেশ মানি মার্কেট ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শামছুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।