হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বন্যাকবলিতদের থেকে কিস্তি আদায় স্থগিতের নির্দেশ মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির

সাম্প্রতিক বন্যাকবলিতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, ঋণের কিস্তি আদায় স্থগিত, দুর্যোগকালীন ঋণ ও বিভিন্ন সহায়তা দিতে নির্দেশ দিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। গতকাল রোববার দেশের সব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার উদ্দেশে এমআরএ পরিচালক মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় অসহায় মানুষ সীমাহীন দুর্ভোগে দিনাতিপাত করছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্রঋণের যেসব গ্রাহক ঘরবাড়ি, সহায় সম্বল হারিয়েছেন তাঁদের অনেকেরই পক্ষে বর্তমানে ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ করা সম্ভব নয়। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের অধিক পরিমাণ ত্রাণসামগ্রী প্রয়োজন এবং ওই সব গ্রাহকের আয়ের ব্যবস্থা চলমান রাখতে নতুন ঋণ প্রয়োজন। 

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার দরিদ্র-অসহায় মানুষের মাঝে ক্ষুদ্রঋণের উদ্বৃত্ত তহবিলের অর্থ ব্যয়ে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ, গোখাদ্যসহ ত্রাণসমাগ্রী বিতরণ ও বন্যা-পরবর্তী পুনর্বাসন কাজে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে অনুরোধ জানানো হয়েছে। নতুন ঋণ-সুবিধার আওতায় ক্ষতিগ্রস্ত গ্রাহক যাতে দ্রুত সময়ে দুর্যোগকালীন ঋণসুবিধা পেতে পারেন, তার জন্য যথাযথ উদ্যোগ নিতে বলা হয়েছে। 
 
ক্ষুদ্রঋণের গ্রাহক তাঁর জমা করা সঞ্চয় ফেরত চাইলে দ্রুততম সময়ের মধ্যে তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে এমআরএ। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতার কাছ থেকে দুর্যোগকালীন ঋণের কিস্তি আদায় স্থগিত রাখা এবং গ্রেস পিরিয়ড দিয়ে ঋণ পুনঃ তফসিলিকরণের বিষয়ে বলা হয়েছে।

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইডিআরএর প্রতিবেদন: নিয়ম ভেঙে বাকিতে ব্যবসা কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের

ব্যাংকের নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস বন্ধ

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত: নির্দেশনা না থাকায় অনিশ্চয়তা

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকের টাকা ফেরতে নতুন আশা দিলেন গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: কোটিপতি হিসাব বাড়ছেই

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা