হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

গবাদিপশু খামারি ও ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্টে সচেতন করতে ব্র্যাক ব্যাংকের উদ্যোগ 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় গবাদিপশু খামারি ও ব্যবসায়ীদের জন্য ডিজিটাল পেমেন্ট বিষয়ে সচেতন করতে কর্মসূচির আয়োজন করেছিল ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক গত ৮ জুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার একটি গরুর হাটে এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ জিয়াউল হক, জয়েন্ট ডিরেক্টর জুলেখা নুসরাত, ও ডেপুটি ডিরেক্টর হাসনাত আহসান; মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন খালিদ হোসেন এবং ব্যাংক এশিয়ার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট-অলটারনেট ডেলিভারি চ্যানেল কামরুল ইসলাম।

ঈদ-উল-আজহার গরুর হাটে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে খামারি ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরি করাই ছিল এই কর্মসূচির লক্ষ্য। সাধারণত নগদ লেনদেনে ক্রেতা ও বিক্রেতাদের টাকা হারানো, চুরি, জাল নোটের ব্যবহার এবং অন্যান্য ঝুঁকি থাকে। আরও এই ঝুঁকি হ্রাসে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক খামারি ও ব্যবসায়ীদের পেমেন্টের ক্ষেত্রে নিরাপদ, সুরক্ষিত এবং সুবিধাজনক ডিজিটাল পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করছে। পিওএস, অ্যাপ, কিউআর কোড, এমএফএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন করলে প্রতারকদের কাছে টাকা খোয়ানো এবং জাল নোটের ঝুঁকি দূর হবে। 

ব্র্যাক ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসান বলেন, ‘খামারি ও ব্যবসায়ীরা সহজেই এজেন্ট ব্যাংকিং আউটলেটে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং যে কোনো সময় টাকা তুলতে বা জমা করতে পারবেন। আমরা বাংলাদেশ ব্যাংকের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করি যা গরু কেনাবেচার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের ব্যাপকভাবে সাহায্য করবে।’ 

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর