সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এম এ কাশেম। গতকাল অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৪৩তম বোর্ড সভায় তাঁকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচন করা হয়। তিনি ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক।
এম এ কাশেম নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন এবং বেশ কয়েকবার এনএসইউ ফাউন্ডেশনের এন্ডোমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন। তিনি রোজ কর্নার (প্রাইভেট) লিমিটেডেরও চেয়ারম্যান। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি এম এ কাশেম।