হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

আগামী রোব ও বুধবার ব্যাংক বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী রোববার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ২,৩ ও ৫ আগস্ট তিন দিন ব্যাংকে লেনদেনের সময় বাড়ানো হয়েছে।

আজ বুধবার এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ১ আগস্ট রোববার ও ৪ আগস্ট বুধবার ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া আগামী সপ্তাহের ২,৩ ও ৫ আগস্ট এই তিন দিন ব্যাংকে লেনদেন হবে বেলা আড়াইটা পর্যন্ত। এই তিন দিন ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

চলমান কঠোরতম লকডাউনে ব্যাংকগুলোতে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোরতম লকডাউনের মধ্যেও সচল আছে দেশের ব্যাংকগুলো। পুঁজিবাজারেও চলছে লেনদেন। তবে রাজধানীতে ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকদের ভিড় বেশ কম।

বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সাপ্তাহিক ছুটির বাইরে দুদিন ব্যাংক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোরতম বিধিনিষেধের মধ্যে বন্ধ রয়েছে গার্মেন্টসহ দেশের অধিকাংশ শিল্পকারখানা ও অফিস।

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইডিআরএর প্রতিবেদন: নিয়ম ভেঙে বাকিতে ব্যবসা কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের

ব্যাংকের নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস বন্ধ

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত: নির্দেশনা না থাকায় অনিশ্চয়তা

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকের টাকা ফেরতে নতুন আশা দিলেন গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: কোটিপতি হিসাব বাড়ছেই

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা