হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বাংলালিংক এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য চালু করেছে ‘বিকানেক্ট’ 

বাংলালিংক এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে যোগাযোগের জন্য সমন্বিত প্ল্যাটফর্ম ‘বিকানেক্ট’ চালু করেছে। এই উদ্যোগে বাংলালিংক-এর সহযোগী হিসেবে রয়েছে প্রুডেন্ট টেকনোলজিস। এটি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির কার্যক্রম আরও উন্নত করার পাশাপাশি সেগুলিকে গ্রাহকদের সঙ্গে আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী উপায়ে যোগাযোগের সুযোগ দেবে। 

বিকানেক্ট এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য একটি ক্লাউড প্রযুক্তি ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা, যা সমন্বিত যোগাযোগের জন্য বিভিন্ন টেলিকম সেবা দেওয়ার পাশাপাশি গ্রাহকদের গোপনীয়তার নিশ্চয়তা দেবে। এটি স্বয়ংক্রিয় উপায়ে প্রতিষ্ঠানগুলির সঙ্গে গ্রাহকদের যোগাযোগের ক্ষেত্রে তাদের নির্দিষ্ট চাহিদা পূরণ করবে। 

বিকানেক্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত এই ঘোষণা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রুডেন্ট টেকনোলজিস-এর চিফ এক্সিকিউটিভ অফিসার বিজাস মূর্তি, বাংলালিংক-এর কমার্শিয়াল স্ট্র্যাটেজি অ্যান্ড বিটুবি মার্কেটিং ডিরেক্টর মেহেদি আল আমিন, বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন, বাংলালিংক-এর হেড অফ বিটুবি আইসিটি সলিউশন এএসএম রাশেদুজ্জামান, বাংলালিংক-এর বিজনেস সাপোর্ট সিস্টেম ডিরেক্টর তাওহিদ রিজওয়ানুর রহমান ও প্রতিষ্ঠান দুইটির অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা। 

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, জীবনযাত্রার নানামুখী সমাধানে আগ্রহী একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে আমরা সব ধরনের গ্রাহককে অত্যাধুনিক ডিজিটাল সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে ‘বিকানেক্ট’ এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে, যা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে গ্রাহকদের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে সাহায্য করবে ও তাদের গোপনীয়তা রক্ষা করবে। 

প্রুডেন্ট টেকনোলজিস-এর চিফ এক্সিকিউটিভ অফিসার বিজাস মূর্তি বলেন, ‘বিকানেক্ট’ চালুর উদ্দেশ্যে বাংলালিংক-এর সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। বাংলালিংক যেভাবে বিভিন্ন ডিজিটাল সেবা নিয়ে আসার পাশাপাশি দেশের দ্রুততম মোবাইল ইন্টারনেট প্রদান করছে, তা সত্যিই প্রশংসনীয়। বিকানেক্ট-এর মতো উদ্ভাবনী সমাধান কোম্পানিগুলিকে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ উন্নত করার নতুন পথ হিসেবে কাজ করবে। 

আইডিআরএর প্রতিবেদন: নিয়ম ভেঙে বাকিতে ব্যবসা কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের

ব্যাংকের নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস বন্ধ

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত: নির্দেশনা না থাকায় অনিশ্চয়তা

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকের টাকা ফেরতে নতুন আশা দিলেন গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: কোটিপতি হিসাব বাড়ছেই

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

সম্মিলিত ইসলামী ব্যাংক উদ্বোধন বৃহস্পতিবার, তোলা যাবে ২ লাখ টাকা

দেশের সবচেয়ে বড় ইসলামি ব্যাংক পেল চূড়ান্ত অনুমোদন

আবারও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান হলেন তানজিল চৌধুরী

ব্যাংকিং খাতের খারাপ অবস্থার মূলে রাজনীতিকরণ: গভর্নর