বহিঃনিরীক্ষকের মাধ্যমে সোনালী ব্যাংক পিএলসির সামগ্রিক আইটি সিস্টেমের অডিট সম্পাদনে সোনালী ব্যাংক পিএলসি এবং অডিট ফার্ম কেপিএমজি অ্যাডভাইজরি সার্ভিস লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
গত সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহের এবং কেপিএমজির পক্ষে পার্টনার আলী আশফাক চুক্তিতে সই করেন।
এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।