হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

শিশুদের জন্য ডিপিএস চালু করেছে ইবিএল

শিশুদের জন্য ডিপিএস চালু করেছে ইবিএল। ছবি: সংগৃহীত

পাঁচ বছর বয়সী পর্যন্ত শিশুদের জন্য ‘ইবিএল লিটল স্টার’ শীর্ষক একটি আকর্ষণীয় ডিপিএস পরিষেবা চালু করেছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক। রাজধানীর গুলশানে ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই পরিষেবার উদ্বোধন করা হয়। সঞ্চয় প্রকল্প শিশুদের ভবিষ্যৎ শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন প্রয়োজনে আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে।

পরিবারগুলো নিজেদের সুবিধা মতো বিভিন্ন অঙ্কের, বিভিন্ন মেয়াদি ডিপিএস করার সুবিধা পাবে। সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হারও আকর্ষণীয় করা হয়েছে। এর মাধ্যমে, শিশুদের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা প্রদানে আগেভাগেই পরিকল্পনা করতে পারবেন অভিভাবকেরা।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এ বিষয়ে বলেন, ‘আমরা মনে করি, শিশুদের আর্থিক সুরক্ষার ব্যাপারটি নিয়ে প্রথম থেকেই পরিকল্পনা করা উচিত। ইবিএল লিটল স্টার সাধারণ কোনো উপহার নয়, বরং এমন একটি উপহার যা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে। আমরা চাই, অভিভাবকেরা তাঁদের শিশুদের জন্য এমন একটি আর্থিক ভিত্তি তৈরি করুক, যার ওপর দাঁড়িয়ে তাঁরা নিজেদের জীবন গড়তে পারে।’

অনুষ্ঠানে বিভিন্ন মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার, হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, হেড অব লায়াবিলিটি বিজনেস আল মামুন আনসার, ব্যাংকাসুরেন্স এবং স্টুডেন্ট ব্যাংকিং এর সিনিয়র ব্যবস্থাপক মো. খায়রুল হাসান।

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইডিআরএর প্রতিবেদন: নিয়ম ভেঙে বাকিতে ব্যবসা কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের

ব্যাংকের নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস বন্ধ

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত: নির্দেশনা না থাকায় অনিশ্চয়তা

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকের টাকা ফেরতে নতুন আশা দিলেন গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: কোটিপতি হিসাব বাড়ছেই

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা