হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

খুলনায় আইপিডিসির শাখা উদ্বোধন

আইপিডিসি ফাইন্যান্সের সেবা কার্যক্রমের পরিসর আরও বিস্তৃত করতে খুলনায় শাখা খুলেছে আর্থিক প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৯ জুন) প্রথমে খুলনা শাখা অফিসে ফিতা কাটার মাধ্যমে এবং পরবর্তী সময়ে খুলনা ক্লাবে এক মনোজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ঐতিহ্যবাহী খুলনা নগরীর সম্ভাবনাময় আগামীর পথে সঙ্গী হতে আইপিডিসি খুলনা শাখাটির উদ্বোধন করে। খুলনা শহর ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের সেবা দিতে নগরীর কেডিএ এভিনিউ তেঁতুলতলা মোড়ে মাতৃভাষা ভবনে স্থাপন করা হয়েছে এই শাখা।

আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব মমিনুল ইসলাম, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, শেখ আইয়ুব আলী এবং এস এম কামরুজ্জামান কামাল, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা, উপজেলা পরিষদ, খুলনার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জমান, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মুনিম লিংকন, খুলনা ক্লাবের সহসভাপতি সাইদ আহমেদ তুষার, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফিরোজ আহমেদ, আইপিডিসি ফাইন্যান্সের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং খুলনার অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অনেকে এই আয়োজনে উপস্থিত ছিলেন। মনোজ্ঞ এই উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ। 

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড দেশের বেসরকারি প্রথম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ১৯৮১ সাল থেকে সেবা প্রদান করছে। নারীর ক্ষমতায়ন, তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং প্রান্তিক অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ আইপিডিসির সেবা কার্যক্রমের প্রধান উদ্দেশ্য।  

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইডিআরএর প্রতিবেদন: নিয়ম ভেঙে বাকিতে ব্যবসা কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের

ব্যাংকের নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস বন্ধ

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত: নির্দেশনা না থাকায় অনিশ্চয়তা

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকের টাকা ফেরতে নতুন আশা দিলেন গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: কোটিপতি হিসাব বাড়ছেই

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা