ভিসার ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের (আইএনএসএ) গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ বাংলাদেশে আসছেন। ৭ ও ৮ জুলাই বাংলাদেশ সফরকালে তিনি স্মার্ট, ক্যাশলেস অর্থনীতির মাধ্যমে দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ায় ভিসার সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। এ ছাড়া দেশের আর্থিক অন্তর্ভুক্তি লক্ষ্যমাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভিসার প্রচেষ্টা তিনি তুলে ধরবেন।
বিশ্বব্যাপী ক্যাশলেস ইকোনমি প্রতিষ্ঠার চলমান ধারায় বাংলাদেশের বাজারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিশ্বে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাপনায় শীর্ষ প্রতিষ্ঠান ভিসা। সন্দীপের এই সফর বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির কাঠামোকে আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভিসার অবস্থান প্রতিষ্ঠিত করবে।
দুই দিনের সফরে সন্দীপ দেশের শীর্ষ নীতিনির্ধারণী কর্মকর্তা, সরকারি অংশীজন এবং গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দেশের ডিজিটাল পেমেন্ট খাত আরও সমৃদ্ধ করে তোলা, উদ্ভাবনী ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রক্রিয়াকে আরও গতিশীল করা জন্য সম্ভাব্য পদক্ষেপ বিষয়ে আলোচনা করবেন।
সৌজন্য সাক্ষাৎকালে সন্দীপের আলোচনায় ভিসার বিভিন্ন কৌশলগত পরিকল্পনা এবং প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে দেশের গ্রাহক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য সহজ ও স্বাচ্ছন্দ্যময় পেমেন্ট সমাধান নিশ্চিতের বিষয় উঠে আসবে। এ ছাড়া ভিসা কীভাবে দেশের আর্থিক খাতে সবার অংশগ্রহণমূলক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে উদ্ভাবনী এবং অন্তর্ভুক্তিকে প্রাধান্য দিচ্ছে, তা তিনি বিস্তারিত তুলে ধরবেন।
একটি নির্ভরযোগ্য পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলা এবং আর্থিক অন্তর্ভুক্তি বিস্তৃতির ক্ষেত্রে সন্দীপ ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অতীতে বাংলাদেশে তাঁর সফরের ধারাবাহিকতায় সফল কৌশলগত সমন্বয় নিশ্চিত হয়েছে এবং বাজারে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাধানের বিকাশে ভিসার অগ্রণী ভূমিকাকে আরও শক্তিশালী করে তোলার নতুন পথ তৈরি হয়েছে।