হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

আইএফসির সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

বিজ্ঞপ্তি

আইএফসির সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর। ছবি: সংগৃহীত

এমএসএমই খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাংকের বেসরকারি খাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে ৩৫ মিলিয়ন ডলারের আর্থিক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন এবং আইএফসি রিজিওনাল ইন্ডাস্ট্রি ডিরেক্টর ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপ ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক মি. অ্যালেন ফরলেমু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর শেষে চুক্তিপত্র বিনিময় করেন।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান এবং এ এন এম মাহফুজ, এসইভিপি জিয়া আরফিন, আইএফসির উইলফ্রেড ট্যামেগনন (ম্যানেজার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপ বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা) গতকাল সোমবার ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অ্যালেন ফরলেমু বলেন, ‘আইএফসি বাংলাদেশের আর্থিক খাতের চলমান অংশীদার হিসেবে এমএসএমই খাতের সম্প্রসারণের জন্য অর্থের জোগানে কাজ করছে। এমএসএমই এ দেশের অর্থনীতির মেরুদণ্ড। ব্যাংক এশিয়ায় আমাদের বিনিয়োগ বাংলাদেশের বেসরকারি খাতকে শক্তিশালী করার জন্য চলমান প্রতিশ্রুতির অংশ, এর মাধ্যমে এসএমই খাতের সম্প্রসারণ, বাণিজ্য এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ হবে।’

এই অনুষ্ঠানে বক্তব্য দেন সোহেল আর কে হোসেন। তিনি বলেন, ব্যাংক এশিয়া তাঁর শক্তিশালী ব্যালান্স শিট এবং প্রায় ৮ মিলিয়ন গ্রাহকের পাশাপাশি এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের সুবিধার মাধ্যমে তার এসএমই পোর্টফোলিও সম্প্রসারণে এক অনন্য অবস্থানে রয়েছে। ব্যাংক এশিয়া বাংলাদেশে এজেন্ট ব্যাংকিংয়ের পথিকৃৎ।

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইডিআরএর প্রতিবেদন: নিয়ম ভেঙে বাকিতে ব্যবসা কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের

ব্যাংকের নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস বন্ধ

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত: নির্দেশনা না থাকায় অনিশ্চয়তা

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকের টাকা ফেরতে নতুন আশা দিলেন গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: কোটিপতি হিসাব বাড়ছেই

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

সম্মিলিত ইসলামী ব্যাংক উদ্বোধন বৃহস্পতিবার, তোলা যাবে ২ লাখ টাকা

দেশের সবচেয়ে বড় ইসলামি ব্যাংক পেল চূড়ান্ত অনুমোদন