দ্য ব্রিটিশ বিজনেস গ্রুপের (বিবিজি) সভাপতি নির্বাচিত হলেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুব উর রহমান। তাঁর নেতৃত্বে নির্বাচিত পরিষদ আগামী তিন বছর বিবিজি পরিচালিত হবে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ২০২০ সালের এপ্রিল থেকে এইচএসবিসির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন মাহবুব উর রহমান। ২০০২ সালে তিনি এইচএসবিসিতে যোগ দেন। এর আগে তিনি উপপ্রধান নির্বাহী ও হোলসেল ব্যাংকিংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মালয়েশিয়াতে এইচএসবিসির কমার্শিয়াল ব্যাংকিংয়েরও নেতৃত্ব দিয়েছেন তিনি। বিবিজির সভাপতি নির্বাচিত হওয়ায় সম্মানিত হওয়ার অনুভূতির কথা জানিয়েছেন মাহবুব উর রহমান।