সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকার অনুদান দিয়েছে সোশ্যাল ইসলামি ব্যাংক। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির পক্ষ থেকে চেক তুলে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সোশ্যাল ইসলামী ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের টাকার চেকটি হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম ও ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া।
এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।