২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে প্রথম পুরস্কার পেল কর্মসংস্থান ব্যাংক। গতকাল বৃহস্পতিবার এই পুরস্কার নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।
অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন।
এপিএ বাস্তবায়নে কর্মসংস্থান ব্যাংক রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে ২০২২-২৩ অর্থবছরে ৯৯ দশমিক ১৪ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে।
২০২১-২২ অর্থবছরেও রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কর্মসংস্থান ব্যাংক প্রথম হয়।