অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বেসিক ব্যাংক লিমিটেডের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খান এবং বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনিসুর রহমান এই চুক্তিতে সই করেন।
এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও এপিএ সমন্বয়কারী মো. আজিমুদ্দিন বিশ্বাসসহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।