হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ঢাকা ব্যাংকের বংশাল শাখায় পৌনে ৪ কোটি টাকার হিসাব মিলছে না

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকার হিসাব মিলছে না বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ওই শাখার দুই কর্মকর্তাকে পুলিশ হেফাজতে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন ঢাকা ব্যাংকের ক্যাশ ইনচার্জ (সিনিয়র অফিসার) রিফাতুল হক ও ম্যানেজার (অপারেশন) ইমরান আহমেদ।

বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা তাঁদের ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন– এমন অভিযোগ করেন ব্যাংকটির ম্যানেজার। এ অভিযোগের ভিত্তিতে ওই ব্যাংকেরই দুই কর্মকর্তাকে আটক করি আমরা। আজ সকালে ৫৪ ধারায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

আবুল কালাম জানান, এই ব্যাংক শাখার ইন্টার্নাল অডিটে এই টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে একটি মামলা হবে। পরে মামলাটি দুদকই তদন্ত করবে।

গতকাল বৃহস্পতিবার রাতে টাকা উধাওয়ের বিষয়টি বুঝতে পারে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ।

এ ব্যাপারে ঢাকা ব্যাংকের জনসংযোগ শাখার মিজানুর রহমান বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সারা দিন লেনদেনের পর ভল্টে হিসাব মেলানোর সময় ৩ কোটি ৭৭ লাখ টাকার গরমিল পাওয়া যায়। আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই, ব্যাংকের দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। আমরা এটাকে চুরি বলছি না। বিষয়টা হিসাবে গরমিল। তদন্ত করার অনুরোধ করেছি। তারা তদন্ত করছে। প্রাথমিক এজাহারে এটাই আমরা বলেছি। আপাতত কোনো সংবাদ সম্মেলন করা হবে না।’

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর