ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ২৬ জন সদ্য যোগদান করা সিনিয়র অফিসার, সহকারী প্রোগ্রামার, অফিসার ও লাইব্রেরিয়ানকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার আইসিবির প্রশিক্ষণ কেন্দ্রে এই কোর্সের উদ্বোধন করা হয়েছে।
‘ফাউন্ডেশন ট্রেইনিং’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স চলবে ১৮ দিনব্যাপী। এর উদ্বোধন করেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সুবর্ণ বড়ুয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন। এতে উপস্থিত ছিলেন আইসিবির মহাব্যবস্থাপক মো. হাবীব উল্লাহ, উপ-মহাব্যবস্থাপক মো. মাহাবুব হাসান, সহকারী মহাব্যবস্থাপক নাসরিন সুলতানা প্রমুখ।