সোনালী ব্যাংক লিমিটেড গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার আওতাধীন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার জেনারেল ম্যানেজার’স অফিস ঢাকা নর্থের জেনারেল ম্যানেজার মো. সাফায়েত হোসেন পাটওয়ারী প্রধান অতিথি হিসেবে উপশাখার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সফিজ উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. নূরুল আলম আজাদ, হাসপাতালের পরিচালক ডা. তপন কান্তি সরকার, প্রাক্তন পরিচালক ডা. মো. হাফিজ উদ্দিন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন গাজীপুর জেলা শাখার সহ সভাপতি ডা. মো. মনিরুজ্জামান প্রমুখ।