বাংলাদেশ ব্যাংকের প্রকাশনা ও জনসংযোগ বিভাগের পরিচালক ও সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ নির্বাহী পরিচালক (এক্স-ক্যাডার পাবলিকেশন্স) পদে পদোন্নতি পেয়েছেন। আবুল কালাম আজাদকে নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি দিয়ে ওই বিভাগে বহাল রাখা হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এ আগে আবুল কালাম আজাদ বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগ, মনিটারি পলিসি বিভাগ ও গভর্নর সচিবালয় বিভাগে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন। আবুল কালাম আজাদ ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন। আজাদের স্ত্রী রোকেয়া খাতুনও পরিচালক হিসেবে ব্যাংকের গভর্নর সচিবালয়ে কর্মরত।
আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স, মাস্টার্স ও এডুকেশনে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি ইউনিয়নের সুপরিচিত গাজী পরিবারে জন্মগ্রহণ করেন। আবুল কালাম আজাদ প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারত সফর করেন।