হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সাকিবের ব্যাংকের আবেদন বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা প্রস্তাবিত পিপলস ব্যাংক লিমিটেডের অনুকূলে ইস্যু করা লেটার অব ইনটেন্ড বা এলওআইয়ের শর্ত পূরণের সময় বৃদ্ধি করেনি কেন্দ্রীয় ব্যাংক। আর নির্ধারিত সময়ে এলওআই শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ওই ব্যাংকের আবেদন গতকাল বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় বাতিল করা হয়েছে। প্রস্তাবিত ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক হতে চেয়েছিলেন বিশ্বসেরা তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

এ বিষয় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রস্তাবিত ব্যাংকটির এলওআইয়ের মেয়াদ ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল। নির্ধারিত সময়ে যেহেতু তারা শর্ত পূরণ করতে পারেনি, তাই তাদের সময় বাড়ানোর আবেদন বাতিল করা হয়েছে। ফলে প্রস্তাবিত পিপলস ব্যাংক লিমিটেড আপাতত আর আলোর মুখ দেখছে না। তবে ওই আবেদনের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত সম্পর্কে এখন বলা যাচ্ছে না।’

ব্যাংক সূত্র থেকে জানা গেছে, পিপলস ব্যাংকের ১২ জন উদ্যোক্তা পরিচালকের মধ্যে এখন শুধু প্রস্তাবিত চেয়ারম্যান আবুল কাশেম ও তাঁর স্ত্রী রয়েছেন। নতুন করে আরও ২১ জন পরিচালকসহ ২৩ জনের আবেদন করা হয়। এর মধ্যে সাকিব আল হাসানও রয়েছেন। তবে এ আবেদনের বিষয়ে পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত হবে, তা এখন বলা যাচ্ছে না।

জানা গেছে, দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে প্রস্তাবিত পিপলস ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকিং ব্যবসার জন্য লাইসেন্স নিতে চেষ্টা করছে। তবে এলওআইয়ের শর্ত পূরণ না হওয়ায় এই লাইসেন্স পাচ্ছিল না প্রতিষ্ঠানটি। 

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইডিআরএর প্রতিবেদন: নিয়ম ভেঙে বাকিতে ব্যবসা কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের

ব্যাংকের নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস বন্ধ

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত: নির্দেশনা না থাকায় অনিশ্চয়তা

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকের টাকা ফেরতে নতুন আশা দিলেন গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: কোটিপতি হিসাব বাড়ছেই

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা