হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ছাতকে ‘রেইন ওয়াটার হারভেস্টিং’ চালু লাফার্জহোলসিমের

‘রেইন ওয়াটার হারভেস্টিং’ প্রকল্পের উদ্বোধন করেছে ভবন নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। ছাতকে কোম্পানির প্ল্যান্টের পাশে বসবাসকারী মানুষের জন্য নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 

ছাতকের মানুষের জন্য নিরাপদ খাবার পানির সংগ্রহ সব সময়ই কষ্টকর। বাড়ির পাশের পুকুর এবং অন্য উৎস থেকে এই এলাকার মানুষ খাবার পানি সংগ্রহ করেন যা খাওয়ার জন্য নিরাপদ নয় এবং পানিবাহিত রোগের অন্যতম কারণ। 

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী এই প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় কোম্পানির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া, ইন্ডাস্ট্রিয়াল ডিরেক্টর, হিউম্যান রিসোর্স ডিরেক্টর, প্রকল্পের সুবিধাভোগীরা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এই এলাকার মানুষের জন্য নিরাপদ খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত করতে লাফার্জহোলসিম বাংলাদেশ এগিয়ে এসেছে এবং রেইন ওয়াটার হারভেস্টিংয়ের মতো টেকসই প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে ১০টি বাড়িতে রেইন ওয়াটার হারভেস্টিং সুবিধা দেওয়া হয়েছে, যেখান থেকে আশপাশের ৫০টি পরিবারের মানুষ সারা বছর নিরাপদ খাবার পানি সংগ্রহ করতে পারছেন। 

ছাতকে বছরের প্রায় ৬-৭ মাস বৃষ্টি হয়, তাই এটা একটা খাবার পানির ভালো উৎস। এই পানির ট্যাংকির অভ্যন্তরে রয়েছে ওয়াটার ফিল্টারিং সিস্টেম, ফলে এই পানি পান করা সম্পূর্ণ নিরাপদ। সারা বছর এই ট্যাংকিগুলোতে ২ লাখ ৬০ হাজার লিটার পানি সংরক্ষণ করা যাবে। 

এই প্রকল্প উদ্বোধনের সময় লাফার্জহোলসিমের সিইও ইকবাল চৌধুরী বলেন, ‘এই এলাকার মানুষের নিরাপদ খাবার পানি সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রকল্প। কোম্পানি আপনাদের এই সুবিধা তৈরি করে দিয়েছে, এখন এটা আপনাদের সম্পদ। আগামী দিনগুলোতেও কমিউনিটির সামগ্রিক উন্নয়নে বিভিন্ন ধরনের উদ্ভাবনী প্রকল্প আমরা চালু করব।’

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর