রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ষষ্ঠ শাখার কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে শাখার উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ, উদ্যোক্তা-শেয়ারহোল্ডারগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক-শুভানুধ্যায়ীগণ, বিশিষ্ট ব্যবসায়ী প্রমুখ।
এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬টি শাখা ও ১টি উপশাখা চালু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকিং কার্যক্রম বিস্তৃত করতে শিগ্গিরই চট্টগ্রাম, কুমিল্লা, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে শাখা ও উপশাখা চালু করবে ব্যাংকটি।