ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন আহমেদ শাহীন। তিনি উপব্যবস্থাপনা পরিচালক এবং করপোরেট ব্যাংকিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বাংলাদেশের ব্যাংকিং শিল্পে দীর্ঘ ২৭ বছরের অধিক সময় ধরে কাজ করার অভিজ্ঞতাসমৃদ্ধ আহমেদ শাহীন আইএফআইসি ব্যাংকের মাধ্যমে তাঁর ক্যারিয়ার শুরু করেন। তিনি সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ২০০৫ সালে ট্রেড সার্ভিসেসের প্রধান হিসেবে ইস্টার্ন ব্যাংকে যোগ দেন এবং পরে সফলভাবে আন্তর্জাতিক ব্যাংকিং ও করপোরেট রিলেশনশিপ ইউনিট, স্ট্রাকচার্ড ফাইন্যান্স ও রিলেশনশিপ ইউনিটের নেতৃত্ব প্রদান করেন। ইবিএল করপোরেট ব্যাংকিং-ঢাকার আঞ্চলিক প্রধান হিসেবেও আহমেদ শাহীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইস্টার্ন ব্যাংকে পুনরায় যোগদানের পূর্বে তিনি স্বল্প সময়ের (১ এপ্রিল ২০১৫ থেকে ৩১ জুলাই ২০১৬) জন্য প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।