দেশের অন্যতম সেরা টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই স্বীকৃতি দেওয়া হয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর ফজলে কবির এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার কাছে এ স্বীকৃতির সনদ ও ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান ও আবু ফারাহ মো. নাছের, নির্বাহী পরিচালক নুরুন নাহার, পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত এবং এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেনসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।
উল্লেখ্য, টেকসই অর্থায়ন, সবুজ প্রকল্পে অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম এবং কোর ব্যাংকিং কার্যক্রমে টেকসই সক্ষমতা—এই চার সূচকের ওপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক এক্সিম ব্যাংককে এই সম্মাননা প্রদান করে।