ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগকে একটি মাইক্রোবাস উপহার দিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করা হয়।
করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির (সিএসআর) আওতায় সচিবালয়ের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের হাতে মাইক্রোবাসের চাবি তুলে দেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর মোফাজ্জল হোসেন ও সুভাষ চন্দ্র দাসসহ প্রমুখ উপস্থিত ছিলেন।