হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে এই সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সম্পাদিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান বজল আহমেদ।

এতে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়। 

বার্ষিক সাধারণ সভার সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ইউসিবি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডার, গ্রাহক এবং সর্বোপরি সামাজিক উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে। 

বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন ইউসিবি পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান আখতার মতিন চৌধুরী, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম এ সবুর, পরিচালক হাজি ইউনুস আহমেদ, পরিচালক হাজি এম এ কালাম, পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, পরিচালক আসিফুজ্জামান চৌধুরী, পরিচালক রোকসানা জামান, পরিচালক বশির আহমেদ, পরিচালক আফরোজা জামান, পরিচালক সৈয়দ কামরুজ্জামান, পরিচালক মুহাম্মদ শাহ আলম, পরিচালক প্রফেসর ডা. মো. জোনাইদ শফিক, পরিচালক কনক কান্তি সেন, পরিচালক মো. আকছেদ আলী সরকার এবং স্বতন্ত্র পরিচালক তৌহিদ সিপার রফিকুজ্জামান। 

এ ছাড়া ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী ছাড়াও উপস্থিত ছিলেন সিএফও ফারুক আহাম্মদ। 

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তাঁর বক্তব্যে বলেন, ক্রমবর্ধমান প্রবৃদ্ধির মাধ্যমে ইউসিবি সব প্রতিকূলতা জয় করে একটি সমন্বিত ব্যবসায়িক মডেলের মাধ্যমে উন্নয়ন সাধনে সক্ষম হয়েছে। 

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব এ টি এম তাহমিদুজ্জামান। 

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বর্তমানে দেশের অন্যতম সফল ও শীর্ষস্থানীয় ব্যাংকের মর্যাদায় আসীন। 

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর