হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

কর্মীদের জন্য ই-লার্নিং ও হেল্প ডেস্ক চালু করেছে কমিউনিটি ব্যাংক

নিজেদের কর্মীদের জন্য ই-লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং কমিউনিটি হেল্প ডেস্ক চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। গত মঙ্গলবার (২৪ মে) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিউল হক চৌধুরী কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে পোর্টালগুলো উদ্বোধন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব আরোপ করে কমিউনিটি ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য ই-লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) চালু করেছে। ই-লার্নিংয় সকল আধুনিক সুবিধা সংবলিত একটি ওয়েব-ভিত্তিক লার্নিং পোর্টাল। এ পোর্টালে ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের অফিসের ই-মেইল আইডি ব্যবহার করে প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন উপকরণ যেমন লেকচার সিনোপসিস, ভিডিও উপস্থাপনা, সম্পর্কিত আইন ও রীতিনীতি, সার্কুলার ইত্যাদি বিশ্বের যেকোনো স্থান থেকে ব্যবহার করতে পারবেন। এ পোর্টাল ব্যবহার করে ব্যাংকের বিভিন্ন অনলাইন টেস্টে অংশগ্রহণ করতে পারবে তাঁরা।

এ ছাড়া কমিউনিটি হেল্প ডেস্ক, ব্লক-চেইন প্রযুক্তির সাহায্যে নির্মিত একটি হেল্প ডেস্ক পোর্টাল। এ পোর্টাল ব্যবহার করে সুরক্ষিত আন্তঃব্যাংক যোগাযোগ, সহায়তার অনুরোধ পর্যবেক্ষণ, পুরোনো সমাধান থেকে শিক্ষা এবং কাজের পারফরম্যান্স পরিমাপ করা যাবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী বলেন, ‘ডিজিটালাইজেশনের এ যুগে, এই উদ্যোগগুলো আমাদের শিক্ষা পদ্ধতিকে আরও সহজ করে তুলবে এবং ব্যাংকের ব্যবসা, সেবা ও কমপ্লায়েন্সকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সাহায্য করবে।’ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমডি ও চিফ বিজনেস অফিসার এস. এম. মইনুল কবির, এসইভিপি ও চিফ ইনফরমেশন অফিসার এম. এ. কাইয়ুম খান, অন্যান্য এসএমটি সদস্যবৃন্দ ও ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর