হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

প্রাইম ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধে কর্মকর্তাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত

প্রাইম ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধে কর্মকর্তাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

প্রাইম ব্যাংক পিএলসি আয়োজিত ‘বিএএমএলসিও কনফারেন্স-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের নিজস্ব প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের সব শাখা অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (বিএএমএলসিও) অংশগ্রহণ করেন।

সম্মেলনের লক্ষ্য ছিল মানি লন্ডারিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কমপ্লায়েন্স পদ্ধতিগুলোর আরও উন্নয়ন নিশ্চিত করা, যা নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন এবং স্বচ্ছতা নিশ্চিতে ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।

প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউয়ের প্রধান (ভারপ্রাপ্ত) এ কে এম এহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ, স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. জিয়াউর রহমান। রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন বিএফআইইউয়ের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল আউয়াল চৌধুরী।

বর্তমান প্রেক্ষাপটে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের করণীয় বিষয়ে আলোকপাত করা হয় সম্মেলনে। এ ছাড়া ১০ জন কর্মকর্তাকে মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালনে বিশেষ দক্ষতার জন্য পুরস্কার দেওয়া হয়।

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক: আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর