হোম > অর্থনীতি

দুই বিমা কোম্পানির শেয়ারদরে ‘কারসাজি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ইনস্যুরেন্স এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারদর লাগামহীনভাবে বাড়ছে। গত কয়েক দিনে কোম্পানি দুটির শেয়ারদর বেড়েছে প্রায় ৩০ শতাংশ। ‘কারসাজির’ মাধ্যমে দর বাড়ানো হয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টরা। বিষয়টি খতিয়ে দেখছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিও।
গত বৃহস্পতিবার ইস্টার্ন ইনস্যুরেন্সের শেয়ারের দাম ছিল ৬৩ টাকা। গত ৩০ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৮ টাকা। ৬ কর্মদিবসে শেয়ারদর বেড়েছে ১৫ টাকা বা ৩১ শতাংশের মতো। তবে গতকাল রোববার শেয়ারদর কমেছে ১ টাকা ৪০ পয়সা।

এদিকে বৃহস্পতিবারে এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারদর ছিল ৬৮ টাকা। তার আগে ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৩ টাকা। অর্থাৎ ১৫ কর্মদিবসে শেয়ারদর বেড়েছে ১৫ টাকা বা ২৮ শতাংশের বেশি। তবে গতকাল দর কমেছে ৫ টাকা ৩০ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিগুলোকে শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে নোটিশ পাঠিয়েছিল। এর জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানান সংশ্লিষ্টরা।

শেয়ারদর বাড়ার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির কর্মকর্তারা জানান, তাঁরা কোম্পানির শেয়ার কেনাবেচা করেন না। শেয়ারদর বাড়ার বিষয়ে কিছুই বলতে পারবেন না।

মাসুম জামান নামের এক বিনিয়োগকারী বলেন, বেশ কিছুদিন ধরে ইস্টার্ন এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করে দর বাড়ানো হচ্ছে। তা না হলে কয়েক দিনের মধ্যেই ১৫ টাকা পর্যন্ত দর বাড়ত না।

এ প্রসঙ্গে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, কোম্পানিগুলোর শেয়ারদর বাড়ার পেছনে কোনো অনিয়ম হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের