হোম > অর্থনীতি

সাড়ে ১০ টাকার বিদ্যুৎ নিউমার্কেট কর্তৃপক্ষ আদায় করে ১৭ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পণ্যের দাম বৃদ্ধির পেছনে বাজার কর্তৃপক্ষের অতিরিক্ত অর্থ আদায়ও দায়ী বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীরা বলেছেন, কর্তৃপক্ষ অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় করেন আর শ্যামবাজারের ব্যবসায়ীরা বলেছেন লাইসেন্স ফি বাবদ তাঁদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা হয়।

আজ রোববার দুপুরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের মতিঝিলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অভিযোগ তুলে ধরেন বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা। নিত্যপণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে এ বৈঠক আহ্বান করা হয়েছিল।

বৈঠকে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বিভিন্ন বাজারের পণ্যমূল্য সংগ্রহ করা হয় এবং সংগঠনের নেতারা ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

বৈঠকে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাজারে সরকার নির্ধারিত প্রতি ইউনিট বিদ্যুতের বাণিজ্যিক মূল্য ১০ টাকা ৫০ পয়সা। অথচ মার্কেট কর্তৃপক্ষ তাঁদের কাছ থেকে আদায় করছে ইউনিট প্রতি ১৭ টাকা। এই অস্বাভাবিক দামের কারণে পণ্যের দামের ওপর প্রভাব পড়ছে। 

এ সময় শ্যামবাজারের ব্যবসায়ীরা বলেন, আগে ট্রেড লাইসেন্সের জন্য ট্যাক্স দিতে হতো ৫০০ টাকা এখন ৩ হাজার টাকা আদায় করা হচ্ছে। 

এর জবাবে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ীদের সমস্যাগুলো শোনার জন্য ডাকা হয়েছে। যেখানে সমস্যা থাকবে সেখানেই এফবিসিসিআই কাজ করবে। 

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের