হোম > অর্থনীতি

সাড়ে ১০ টাকার বিদ্যুৎ নিউমার্কেট কর্তৃপক্ষ আদায় করে ১৭ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পণ্যের দাম বৃদ্ধির পেছনে বাজার কর্তৃপক্ষের অতিরিক্ত অর্থ আদায়ও দায়ী বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীরা বলেছেন, কর্তৃপক্ষ অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় করেন আর শ্যামবাজারের ব্যবসায়ীরা বলেছেন লাইসেন্স ফি বাবদ তাঁদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা হয়।

আজ রোববার দুপুরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের মতিঝিলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অভিযোগ তুলে ধরেন বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা। নিত্যপণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে এ বৈঠক আহ্বান করা হয়েছিল।

বৈঠকে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বিভিন্ন বাজারের পণ্যমূল্য সংগ্রহ করা হয় এবং সংগঠনের নেতারা ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

বৈঠকে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাজারে সরকার নির্ধারিত প্রতি ইউনিট বিদ্যুতের বাণিজ্যিক মূল্য ১০ টাকা ৫০ পয়সা। অথচ মার্কেট কর্তৃপক্ষ তাঁদের কাছ থেকে আদায় করছে ইউনিট প্রতি ১৭ টাকা। এই অস্বাভাবিক দামের কারণে পণ্যের দামের ওপর প্রভাব পড়ছে। 

এ সময় শ্যামবাজারের ব্যবসায়ীরা বলেন, আগে ট্রেড লাইসেন্সের জন্য ট্যাক্স দিতে হতো ৫০০ টাকা এখন ৩ হাজার টাকা আদায় করা হচ্ছে। 

এর জবাবে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ীদের সমস্যাগুলো শোনার জন্য ডাকা হয়েছে। যেখানে সমস্যা থাকবে সেখানেই এফবিসিসিআই কাজ করবে। 

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে ১১ প্রতিষ্ঠানের চুক্তি

ভারতীয় সুতা আমদানির খরচ কম, বন্ড সুবিধা বহাল চায় বিজিএমইএ-বিকেএমইএ

২০২৫ সালে চীনা অর্থনীতির প্রবৃদ্ধি ৫ শতাংশ

সুতায় বন্ড সুবিধার প্রশ্নে মুখোমুখি অবস্থান