হোম > অর্থনীতি

দেশের সকল জেলায় ‘সুখী পথে পথে’ ক্যাম্পেইন, স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে প্রান্তিকে

বিজ্ঞপ্তি

বাংলাদেশের প্রতিটি প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আজ এক নতুন দিগন্তের সূচনা হলো। গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন-এর উদ্যোগে দেশের সকল জেলায় একযোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘সুখী পথে পথে’ কার্যক্রম।

এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রযুক্তিনির্ভর, সহজলভ্য এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

‘সুখী পথে পথে’ ক্যাম্পেইনের আওতায় থাকছে বিশেষভাবে পরিকল্পিত উঠান বৈঠক, বুথ ক্যাম্পেইন, ক্যারাভান অ্যাকটিভেশন এবং স্পটভিত্তিক মাইকিং (অটোরিকশার মাধ্যমে)। এ ছাড়া, বিশ্ববিদ্যালয় ও শপিং মলেও চলবে প্রচার কার্যক্রম। স্বাস্থ্যসেবার পরিধি আরও বাড়াতে বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

‘সুখী’ প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকেরা ঘরে বসেই ভিডিও কনসালটেশন, স্বাস্থ্য পরামর্শ এবং অন্যান্য স্বাস্থ্যসেবা নিতে পারবেন। পাশাপাশি, অটোরিকশা ও সিএনজির মাধ্যমে মাইকিং করে স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হবে, যা দেশের প্রতিটি অলিগলিতে প্রকল্পের বার্তা পৌঁছে দেবে।

গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন-এর সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, ‘আমাদের লক্ষ্য, সারা দেশের প্রতিটি মানুষের ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। প্রযুক্তি এবং মানুষের শক্তিকে একত্রিত করে আমরা যে সুস্থ সমাজ গড়তে চাই, ‘সুখী পথে পথে’ তারই প্রতীক। আমরা বিশ্বাস করি, এই কার্যক্রম বাংলাদেশের স্বাস্থ্য খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে।’

‘সুখী পথে পথে’ প্রকল্পটি দেশের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাবে। স্বাস্থ্যসেবা আর শুধু শহরকেন্দ্রিক নয়—এবার তা পৌঁছে যাবে প্রত্যন্ত গ্রামের ঘরে ঘরে।

আজ এই ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) এবং গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন (জিডিএইচএস)-এর মধ্যে একটি যুগান্তকারী অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে আনসার-ভিডিপির সদস্যরা এখন দেশের যেকোনো প্রান্ত থেকেই সহজে, দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, ‘সুখী’ গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন-এর একটি ৩৬০-ডিগ্রি ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম, যা দেশের সকল মানুষের জন্য সুবিধাজনক, সাশ্রয়ী এবং উন্নত চিকিৎসা সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক