হোম > অর্থনীতি

আবারও ঢাকা চেম্বার অফ কমার্সের সভাপতি নির্বাচিত হলেন রিজওয়ান রাহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন রিজওয়ান রাহমান। এ নিয়ে টানা দুই মেয়াদে ব্যবসায়ী এই সংগঠনটির সভাপতি নির্বাচিত হলেন তিনি। রিজওয়ান রাহমান ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। 

এ ছাড়া আরমান হক সংগঠনের সিনিয়র সহসভাপতি ও মনোয়ার হোসেন সহসভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন। আরমান হক ইনস্টার লিমিটেড ও আরমান হক ডেনিমসের চেয়ারম্যান। আর মনোয়ার হোসেন মেসার্স মনোয়ার ট্রেডিংয়ের স্বত্বাধিকারী। তিনি রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত। আজ বুধবার তাঁরা ডিসিসিআই’র দায়িত্ব গ্রহণ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে বুধবার ডিসিসিআই’র ৬০ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে রিজওয়ান রাহমানকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত করা হয়।

প্রসঙ্গত, রিজওয়ান রাহমান যুক্তরাজ্য থেকে উচ্চতর ডিগ্রী গ্রহণ করে ২০০৬ সাল থেকে ঢাকা চেম্বারের সঙ্গে সম্পৃক্ত হয়ে বেসরকারি খাতের উন্নয়নে কাজ করছেন। বিনিয়োগ এবং বহুমাত্রিক বাণিজ্য সম্প্রসারণে এর আগে তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই), বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক এবং ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডিসিসিআইর ১৮ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদে পরিচালকেরা তিন বছরের জন্য নির্বাচিত হন। সেই হিসেবে প্রতি বছর নতুন করে ছয়জন পরিচালক যুক্ত হন পর্ষদে। 

নবনির্বাচিত পরিচালকেরা হলেন—ইউনিমার্টের পরিচালক মালিক তালহা ইসমাইল বারী, বেঙ্গল ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল মান্নান, নাইস পাওয়ার অ্যান্ড আইটি সলিউশনের এমডি মো. হাবিব উল্লাহ, জেএন করপোরেশনের স্বত্বাধিকারী মো. জুনায়েদ ইবনে আলী, সাত্তার অ্যান্ড কোংয়ের স্বত্বাধিকারী সামির সাত্তার এবং বিডিকমের এমডি এস এম গোলাম ফারুক আলমগীর। 

যুক্তরাজ্যের বাজারে তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা পেল শ্রীলঙ্কা

ভেনেজুয়েলার তেল কি ভারত পাবে, কোন শর্তে বেচবে যুক্তরাষ্ট্র

প্রক্রিয়াজাত-রপ্তানিতে কাঠামোগত সংকট: কৃষি-শিল্প সংযোগে বড় ঘাটতি

বাজারে নৈরাজ্য: এলপিজির সংকট নিরসনে সরকারের পাঁচ পদক্ষেপ

সোনার দাম ভরিতে কমল ১ হাজার ৪৯ টাকা

মানি লন্ডারিং প্রতিরোধে জনতা ব্যাংক ও বিএফআইইউর সভা

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ গ্রুপ পরিচালকদের সাক্ষাৎ

আইডিএলসি ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

বসুন্ধরায় নারী উদ্যোক্তাদের মেলা শুরু