হোম > অর্থনীতি

২১ বিলিয়ন ডলারের শেয়ার বেচতে টুইটারে ভোট করছেন ইলন মাস্ক

টুইটারে অভিনব এক ভোটের আয়োজন করেছেন টেসলার বিলিয়নিয়ার সিইও ইলন মাস্ক। তিনি তাঁর ৬ কোটি ২৬ লাখ ফলোয়ারদের উদ্দেশে বলেছেন, এই মুহূর্তে তাঁর ১০ শতাংশ শেয়ার বেচে দেওয়া উচিত কি-না। ফলাফল যাই হোক, ফলোয়ারদের মতামতকে সম্মান দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মাস্ক।

আজ রোববার রাতেই ভোট শেষ হবে। এই ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে ইলন মাস্ক ২১ বিলিয়ন ডলারের শেয়ার বেচে দেবেন।

সম্প্রতি মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট দলীয় সদস্যরা ‘বিলিয়নিয়ার ট্যাক্স’ প্রস্তাব করেছেন। এর পরিপ্রেক্ষিতেই ইলন মাস্ক টুইটারে ভোটের ঘোষণা দিলেন। বিলিয়নিয়ার ট্যাক্স প্রস্তাব পাস হলে ইলন মাস্কের মতো ধনী ব্যক্তিদের বিপুল পরিমাণ আয়কর দিতে হবে।

এদিকে রোববার সকাল পর্যন্ত ফলাফলে দেখা যাচ্ছে, ২৮ লাখ মানুষ ভোট দিয়েছেন। এর মধ্যে ৫৭ শতাংশ শেয়ার বেচার পক্ষে বলেছেন। আট ঘণ্টা ব্যাপী চলবে এই ভোট।

সিইও হিসেবে ইলন মাস্ক বর্তমানে টেসলার ২০০ বিলিয়ন ডলার মূল্যমানের শেয়ার ধারণ করছেন। আগামী বছর এই পরিমাণটা আরও বাড়তে পারে। কিন্তু আমেরিকার নতুন প্রস্তাবিত কর আইন অনুযায়ী তাঁকে বিপুল পরিমাণ অর্থ আয়কর হিসেবেই দিতে হবে।

মার্কিন সিনেটে ডেমোক্র্যাটাদের প্রস্তাবিত বিল অনুযায়ী, বিলিয়নিয়ারদের কর নির্ধারণ করা হবে তাঁদের সম্ভাব্য মুনাফার ওপর ভিত্তি করে। এমনকি তাঁরা শেয়ার না বেচলেও এই কর দিতে হবে।

ভোট শুরুর আগে শনিবার এক টুইটে ইলন মাস্ক বলেন, উল্লেখ্য, আমি কখনো অন্য কোথাও থেকে নগদ বেতন বা বোনাস নিই না। আমার আছে শুধু শেয়ার। ফলে ব্যক্তিগতভাবে ওই কর দেওয়ার একমাত্র উপায় হলো নিজের শেয়ার বেচে দেওয়া।

বিশ্লেষকেরা বলছেন, ক্যাপিটাল গেইনের ওপর প্রস্তাবিত করের (সম্পদ বিক্রি করা হোক বা না হোক) আওতায় আসবে যুক্তরাষ্ট্রের প্রায় ৭০০ বিলিয়নিয়ার। কিছু সমালোচক বলছেন, সম্পদের মূল্য কিন্তু সব সময় ঊর্ধ্বমুখী থাকে না।

সম্প্রতি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন ইলন মাস্ক। টাকা খরচের বিস্তারিত জানালে টেসলার শেয়ার বেচে ৬০০ কোটি ডলার বিশ্ব খাদ্য সংস্থাকে দান করে দেওয়ার ঘোষণা দেন তিনি।

এদিকে এভাবে টু্ইটারে ভোট করে সম্পদ বিক্রির ঘোষণায় অর্থনীতি সংশ্লিষ্ট অনেকেই অবাক হয়েছেন। তাঁরা বলছেন, টুইটার ব্যবহারকারীরা ২৫ বিলিয়ন ডলারের বাজির ফল নির্ধারণ করছেন। আর একজন বিলিয়নিয়ারের দায় কখনো টুইটার ভোটের ওপর নির্ভর করতে পারে না।

বাংলাদেশ ব্যাংকের বৈঠক: স্মার্টফোনে নগদ সহায়তা ইন্টারনেটে ছাড়ের প্রস্তাব

অর্থবছরের ৫ মাস: রাজস্ব আদায়ে বড় ঘাটতি

আদালতের রায়ে ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৭০০ বিলিয়ন ডলার

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার

প্রগতি ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটি ফান্ড: কর্মকর্তার অবহেলায় ৬৫ লাখ টাকার ক্ষতি

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল