হোম > অর্থনীতি

ব্যাংক ঋণের করিডোর রেট কমল, মার্চের সুদহার ১৩.১১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাংক ঋণের করিডোর রেট বা বাজারভিত্তিক সুদহার সামাণ্য কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো ৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় রেটের (স্মার্ট রেট) সাথে সর্বোচ্চ ৩ দশমিক ৫০ শতাংশ সুদ নিতে পারবেন।

আগের ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে ঋণের করিডোর রেট দশমিক ২৫ শতাংশ কমানো হয়েছে। এতে মার্চে সুদের হার হবে ১৩ দশমিক ১১ শতাংশ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ‘মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে মুদ্রানীতি কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে নীতি সুদহার বৃদ্ধির স্মার্ট রেটের প্রভাব ইতোমধ্যে প্রতিফলিত হয়েছে। এ প্রেক্ষিতে, ঋণের সুদহার মুদ্রানীতির সাথে সামঞ্জস্যপূর্ণ করা এবং অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্ট রেটের সাথে সর্বোচ্চ ৩ দশমিক ৫০ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। আগে যা ছিল ৩ দশমিক ৭৫ শতাংশ।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লী ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্ট রেটের সাথে সর্বোচ্চ ২ দশমিক ৫০ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। যা আগে ছিলো ২ দশমিক ৭৫ শতাংশ।’

এদিকে, করিডোর রেট কমলেও ব্যাংক ঋণের সুদের হার কমার সম্ভাবনা কম। কারণ মূল্যস্ফীতিসহ নানা কারণে সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারিজ  কার্যকর হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে সুদের হার হবে ১৩ দশমিক ১১ শতাংশ।  যা ফেব্রুয়ারিতে ছিল ১২ দশমিক। ৪৩ শতাংশ।  এক্ষেত্রে সুদের করিডোর  কমলেও সুদের হার বেড়েছে।

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

আরও ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

দিনে ১৭২৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

তৈরি পোশাক রপ্তানি: ইইউ-যুক্তরাষ্ট্রের বাইরে সম্ভাবনা জাপানে

এসএমই মেলায় ১৬ কোটি টাকার অর্ডার পেলেন উদ্যোক্তারা

আপেল, মাল্টা, কমলাসহ তাজা ফলের শুল্ক কমানোর সুপারিশ

নির্বাচনে ভোটার ও রাজনীতিবিদের নিরাপত্তা প্রশ্নের মুখে: দেবপ্রিয়