হোম > অর্থনীতি

নতুন কর অঞ্চল হচ্ছে আরও ২৮টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদায় বাড়াতে আরও ২৮টি নতুন কর অঞ্চল প্রতিষ্ঠা করা হচ্ছে। কর বিভাগের সম্প্রসারণের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এরই মধ্যে এসব কর অঞ্চলের আওতা নির্দিষ্ট করে প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে নরসিংদী, ফরিদপুর, কক্সবাজার, নোয়াখালী, কুষ্টিয়া, পাবনা, যশোর ও দিনাজপুর জেলায় নতুন কর অঞ্চলের কার্যালয় স্থাপন করা হবে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। 

বর্তমানে দেশে ৩১টি কর অঞ্চল আছে। নতুন যেসব জেলায় কর অঞ্চল হচ্ছে, আগে এসব জেলায় পার্শ্ববর্তী কর অঞ্চলের আওতাভূক্ত ছিল। এ ছাড়া চারটি বিশেষায়িত নতুন কর অঞ্চল হচ্ছে। যেমন কর ফাঁকি ধরার জন্য আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট করা হবে। এ ছাড়া বিদেশে টাকা পাচারসহ আন্তর্জাতিক চুক্তি ও ট্রান্সফার প্রাইসিং এসব বিষয় দেখভালের জন্য আন্তর্জাতিক কর ইউনিট হচ্ছে। এ ছাড়া ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট এবং উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট নামে নতুন কর অঞ্চল হবে। 

এনবিআর সূত্রে জানা গেছে, নরসিংদী কর অঞ্চলের আওতায় নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা; ফরিদপুর কর অঞ্চলে গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলা; কক্সবাজার কর অঞ্চলে কক্সবাজার জেলা; যশোর কর অঞ্চলে যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলা; কুষ্টিয়া কর অঞ্চলে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলা; নোয়াখালী কর অঞ্চলে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী; দিনাজপুর কর অঞ্চলে দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা এবং পাবনা কর অঞ্চলে পাবনা ও নাটোর জেলা থাকবে। 

এসব জেলার ব্যক্তিশ্রেণির করদাতা ও প্রাতিষ্ঠানিক করদাতারা কর দেবেন এবং তাঁদের করসংক্রান্ত সব কার্যক্রম এসব কর অঞ্চল থেকে পরিচালিত হবে।

পুঁজিবাজারে বিদ্যুৎ খাতের কোম্পানি: সরকারি চুক্তির অনিশ্চয়তা বাড়াচ্ছে বিনিয়োগ ঝুঁকি

ইপিবির প্রতিবেদন: বহুমাত্রিক চাপে ডিসেম্বরে রপ্তানি আয় কমল ১৪%

তেল উৎপাদন অপরিবর্তিত রাখছে ওপেক প্লাস

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে না, প্রজ্ঞাপনের অপেক্ষা

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপে তেলের দাম বাড়বে নাকি কমবে

দেশে খাদ্য মজুত পাঁচ বছরে সর্বোচ্চ, চালের দাম বাড়বে না: খাদ্য উপদেষ্টা

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

বন্ধ হচ্ছে বিমানের ঢাকা-ম্যানচেস্টার রুটের ফ্লাইট

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫৩ টাকা