হোম > অর্থনীতি

১৩ বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ

রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞারোপের পর তেলের দাম সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ২০০৮ সালের পর এবারই প্রথম তেলের দাম এতটা উচ্চস্তরে পৌঁছাল বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড ওয়েল ব্যারেল প্রতি ১৩৯ ডলারে উঠে গেছে, যা ছিল এর আগে ১৩০ ডলার। 

এ ছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ওয়েল ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে ১২৭ ডলারে দাঁড়িয়েছে। ফলে আজ সোমবার এশিয়ার পুঁজিবাজারে দরপতন হয়েছে। 

ইনডিপেনডেন্ট আরও জানিয়েছে, গত বৃহস্পতিবার ব্রিটেনে ১ লিটার পেট্রলের গড় দাম ১ দশমিক ৫৩ পাউন্ডে পৌঁছেছে, যা আগে ছিল ১ দশমিক ৫২ পাউন্ডে। 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় সাম্প্রতিক দিনগুলোতে বৈশ্বিক জ্বালানি বাজার ধাক্কা খেয়েছে। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গ্রাহকদের খরচ বেড়ে গেছে বহুগুণ। 

এর আগে মার্কিন গণমাধ্যম এনবিসির এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, আমরা এখন আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আমাদের দেশে রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করার বিষয়ে খুব সক্রিয় আলোচনা করছি। একই সঙ্গে আমরা এটাও আলোচনা করছি যে বিশ্বব্যাপী তেলের সরবরাহ কীভাবে বজায় রাখা যায়। 

অরাজক এলপিজির বাজার

রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক ১০টি লাভজনক কোম্পানি শেয়ারবাজারে আনার সিদ্ধান্ত

ডিসেম্বরে অর্থনীতিতে গতি কিছুটা বেড়েছে

ইউনিলিভার-নেসলেসহ ১০ প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে বৈঠকে অর্থ উপদেষ্টা

সাধারণ বিমা কোম্পানির এজেন্ট লাইসেন্স স্থগিত

পাসপোর্ট এন্ডোর্সমেন্টে মানি চেঞ্জারদের সর্বোচ্চ ফি বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

এলপিজি সংকটে রিফিল হচ্ছে না ৪ কোটি ২৫ লাখ সিলিন্ডার, দাবি ব্যবসায়ীদের

অনলাইনে ভ্যাট রিফান্ড চালু, সরাসরি টাকা যাবে করদাতার ব্যাংক অ্যাকাউন্টে

বিনিয়োগকারীদের ১০১ কোটি শেয়ার শূন্য হচ্ছে

গোল্ডেন হারভেস্টের দুই পরিচালকের ১ কোটি শেয়ার হস্তান্তর বাতিল