হোম > অর্থনীতি

চিনির দাম কেজিতে কমল ৩ টাকা, সর্বোচ্চ ১০৯ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রমজানের দ্বিতীয় সপ্তাহে এসে চিনির দাম কেজিপ্রতি তিন টাকা কমানোর ঘোষণা দিল সরকার। প্রতিকেজি খোলা চিনি ১০৪ টাকা এবং প্যাকেটজাত ১০৯ টাকা সর্বোচ্চ খুচরা মূল্য ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নতুন এই মূল্য তালিকা ঘোষণা করেছে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মোছা. শামীমা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সে গত ১৯ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের ২৭ মার্চ তারিখের আবেদন পর্যালোচনায় চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ঘোষণা করা হয়েছে।

পরিশোধিত প্রতিকেজি খোলা চিনি ১০৪ টাকা এবং প্যাকেটজাত ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১০৭ ও ১১২ টাকা। ৮ এপ্রিল থেকে নতুন এই দাম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

জানা গেছে, গত নভেম্বর মাস থেকে সরকার চিনির দাম কয়েক দফা দাম ঘোষণা করলেও কেউ মানেনি সে মূল্য। ব্যবসায়ীরা নানা অজুহাতে তাদের নির্ধারিত দামেই চিনি বিক্রি করছেন। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হয়েছে ১১২ থেকে ১২০ টাকা কেজি দরে।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে প্রতিকেজি চিনি বিক্রি হয়েছে ১১২-১১৫ টাকা। এক মাস আগে ছিল ১১৫ থেকে ১২০ টাকা এবং এক বছর আগে একই দিনে প্রতিকেজি চিনির দাম ছিল ৭৬-৮০ টাকায়।

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে ১১ প্রতিষ্ঠানের চুক্তি

ভারতীয় সুতা আমদানির খরচ কম, বন্ড সুবিধা বহাল চায় বিজিএমইএ-বিকেএমইএ

২০২৫ সালে চীনা অর্থনীতির প্রবৃদ্ধি ৫ শতাংশ

সুতায় বন্ড সুবিধার প্রশ্নে মুখোমুখি অবস্থান

আইএমইডির প্রতিবেদন: উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা