হোম > অর্থনীতি

জে সি আই ঢাকা ইস্ট এর নতুন কমিটির প্রেসিডেন্ট তাহসীন আজিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জেসিআই বাংলাদেশের সবচেয়ে পুরোনো চ্যাপটার জেসিআই ঢাকা ইস্ট-এর ২০২২ সালের লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তরুণ উদ্যোক্তা তাহসীন আজিম সেজান। জেসিআই ঢাকা ইস্ট এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার রাজধানীর গুলশান ক্লাবে জেসিআই ঢাকা ইস্ট এর চতুর্থ সাধারণ সদস্য সভা এবং জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। এ ছাড়া লোকাল ভাইস প্রেসিডেন্ট, ডাইরেক্টরস নির্বাচিত করা হয় এবং নতুন কমিটির শপথ পাঠ করানো হয়। 

সংগঠনটির সাধারণ সভায় এজাজ মোহাম্মদ, সদ্য সাবেক লোকাল প্রেসিডেন্ট ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ওয়াসিফ ওয়াহেদ এবং লোকাল সেক্রেটারি জেনারেল সালমা আক্তার উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট।

সাধারণ সদস্য সভা জেসিআই ক্রীড, মিশন ও ভিশন উপস্থাপনের মাধ্যমে শুরু হয়। এ ছাড়া সভায় চ্যাপ্টারের এ পর্যন্ত সম্পন্ন কার্যক্রমের বিবরণ, খরচের হিসাব এবং সংগঠনের পরবর্তী প্রকল্প ও কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়। 

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চায় ক্যাব যুব সংসদ

সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন: মিডা চেয়ারম্যান আশিক মাহমুদ

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস