হোম > অর্থনীতি

কুয়েতে পেনশনভোগীদের জীবনমান উন্নয়নে ৯ হাজার কোটি টাকার প্লট বরাদ্দ

পেনশনভোগীদের জীবনমান উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে কুয়েত। দেশটির অর্থ মন্ত্রণালয় ২৫০ কোটি কুয়েতি দিনার মূল্যমানের জমির প্লটের মালিকানা পেনশন ফান্ডে হস্তান্তর করছে। বা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৮৬২ কোটি  ৮১ লাখ টাকার বেশি। সরকার আশা করছে, এই বিনিয়োগের ফলে পেনশনভোগীদের জীবনমান আরও উন্নত করা সম্ভব হবে। 

গতকাল সোমবার মন্ত্রণালয় থেকে এক বিবৃতির বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অবসরপ্রাপ্তদের জন্য পেনশন ফান্ডকে আর্থিকভাবে আরও শক্তিশালী করা, সংস্থাকে আরও টেকসই করা এবং সংস্থার বাজেটে মুনাফা ও দায়ের পার্থক্য কমিয়ে আনাই এই উদ্যোগের লক্ষ্য। 

এরই মধ্যে মালিকানা স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এর আওতায় ৮ লাখ ৪২ হাজার বর্গমিটারের তিনটি প্লটের মালিকানা পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটি ফান্ডে হস্তান্তর করা হবে। 

বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ করে পেনশনভোগী নাগরিকদের উচ্চ জীবনমান নিশ্চিত করার যে বাধ্যবাধকতা সরকারি এ সংস্থার রয়েছে সেটি নিশ্চিত করতেই এর স্থিতিশীলতা ও সামর্থ্য বাড়ানোর পথ খুঁজছে সরকার।

গত মাসে উন্নয়ন, জাতীয় অর্থনীতিকে শক্তিশালীকরণ, কৌশলগত অংশীদারত্ব তৈরি এবং বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কুয়েত সরকার একটি নতুন সার্বভৌম বিনিয়োগ তহবিল গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে। 

চলতি বছর কুয়েতে অর্থনীতির প্রবৃদ্ধি দশমিক ১ শতাংশে নেমে যাওয়ার ভবিষ্যদ্বাণী করা হয়েছে। বিশেষ করে ওপেক প্লাস জ্বালানি তেল উৎপাদন হ্রসে সম্মত হওয়া এবং রপ্তানি চাহিদা কমে আসার পরিপ্রেক্ষিতে গত জুনে এই ভবিষ্যদ্বাণী করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। 

তবে জ্বালানি তেলের বাইরের অর্থনীতির প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশে স্থির থাকবে বলে আশা করা হচ্ছে। প্রণোদনা এবং প্রবাসীদের কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আইএমএফ এমন আশার কথা বলেছে।

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে ১১ প্রতিষ্ঠানের চুক্তি

ভারতীয় সুতা আমদানির খরচ কম, বন্ড সুবিধা বহাল চায় বিজিএমইএ-বিকেএমইএ

২০২৫ সালে চীনা অর্থনীতির প্রবৃদ্ধি ৫ শতাংশ

সুতায় বন্ড সুবিধার প্রশ্নে মুখোমুখি অবস্থান