হোম > অর্থনীতি

সৌদি আরবে সরকারি কাজ করতে পারবে দুই শতাধিক বিদেশি কোম্পানি 

সৌদি আরবে ২০২৩ সালের শেষ নাগাদ ২০০ টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা আঞ্চলিক সদর দপ্তর খুলেছে। এসব কোম্পানি এখন দেশটির সরকারি টেন্ডার বা চুক্তিতে অংশ নিতে পারবে। দেশটির সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

সৌদি আরব পূর্বে ঘোষণা করেছিল, ২০২৪ সালের পয়লা জানুয়ারি থেকে সৌদি আরবের বাইরে মধ্যপ্রাচ্যে ঘাঁটি (সদর দপ্তর) থাকা কোনো বিদেশি কোম্পানি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় চুক্তিতে অংশ নিতে দেবে না। 

ফলে জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং আতিথেয়তাসহ বিভিন্ন সেক্টরের বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা রিয়াদে নিজেদের সদর দপ্তর স্থাপন করে। 

এরপর বিগত বছরের ২৬ ডিসেম্বর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে সৌদি আরবের মন্ত্রিসভা দেশটিতে সদর দপ্তর নেই—এমন সংস্থাগুলোর জন্যও রাষ্ট্রীয় চুক্তিতে অংশ নেওয়ার প্রবিধানসমূহের অনুমোদন দেয়। তবে মন্ত্রিসভার বৈঠকে অবশ্য রাষ্ট্রীয় চুক্তিতে অংশ নেওয়ার সম্ভাব্য বিধিবিধান প্রকাশ করেনি। 

রিয়াদে সদর দপ্তর স্থানান্তর করা উল্লেখযোগ্য ফার্মগুলো হলো—মার্কিন যুক্তরাষ্ট্রের নর্দার্ন ট্রাস্ট, বেচটেল এবং পেপসিকো। যুক্তরাজ্যর আইএইচজি হোটেলস অ্যান্ড রিসর্টস, পিডব্লিউসি এবং ডেলয়েট। 

নভেম্বরে ব্লুমবার্গের সঙ্গে একটি সাক্ষাৎকারের সময় বিনিয়োগ মন্ত্রী খালিদ আল-ফালিহ বলেছিলেন, সৌদি আরব ১৬০টি আন্তর্জাতিক সংস্থাকে এই স্কিমের অধীনে আনার লক্ষ্য অতিক্রম করেছে। 

ডিসেম্বরে সৌদি আরব ঘোষণা করে, সৌদিতে আঞ্চলিক সদর দপ্তর নিয়ে আসা বিদেশি কোম্পানিগুলোকে আর্থিক প্রণোদনা দেবে; যার মধ্যে ৩০ বছরের কর্পোরেট আয়কর ছাড় রয়েছে। 

তা ছাড়া, কিংডমে ঘাঁটি/সদর দপ্তর আছে—এমন আন্তর্জাতিক সংস্থাগুলো সৌদিকরণের বিধি মেনে চললে বিশেষ সুবিধা পাবে।

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে ১১ প্রতিষ্ঠানের চুক্তি

ভারতীয় সুতা আমদানির খরচ কম, বন্ড সুবিধা বহাল চায় বিজিএমইএ-বিকেএমইএ

২০২৫ সালে চীনা অর্থনীতির প্রবৃদ্ধি ৫ শতাংশ

সুতায় বন্ড সুবিধার প্রশ্নে মুখোমুখি অবস্থান